ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যমুনা ফিউচার পার্কে দোকানে চুরি, সড়ক আটকে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
যমুনা ফিউচার পার্কে দোকানে চুরি, সড়ক আটকে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর আধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন ওই শপিংমলের ব্যবসায়ীরা।

 

আব্দুস সামাদ নামে একটি দোকানের ব্যবস্থাপক বলেন, রাতে মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা সড়কে নেমে আসেন।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা সড়ক আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা সড়ক ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা সড়কে নামেন।

ফারহাতুল জান্নাত নামে একজন লিখেছেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে যমুনা ফিউচার পার্কে মারামারি ভাঙচুর চলছে। আজকে যমুনা ফিউচার পার্কে বেড়াতে আসবেন না।

ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক ভিডিও পোস্ট করেছেন আন্দোলনকারীরা। সেখানে দেখা যায়, একটি কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদেরও দেখা গেছে বিভিন্ন ভিডিওতে।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। দুইপক্ষের সঙ্গে কথা বলছি। একটু পরে আপনাদের আপডেট জানাতে পারব।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।