ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরাম, সম্পাদক রেনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরাম, সম্পাদক রেনু ইকরামুল কবির ও আবদুর রশিদ রেনু

সিলেট: সিলেট প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন  স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির।
আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু।



শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ইকরামুল কবির ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি ইকবাল সিদ্দিকী পান ৪৪ ভোট।

সভাপতি পদে ওপর প্রার্থী ডেইলি স্টারের ফটো করেসপন্ডেন্ট কোনো ভোট পাননি।

সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস পেয়েছেন ৩৭ ভোট।

সহ সভাপতি পদে দৈনিক জালালাবাদের আমজাদ হোসেন ও দেশ টিভির বাপ্পা ঘোষ চৌধুরী ৪৭ ভোট করে পেয়েছেন।

একই পদে স্থানীয় দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী ১৬ ভোট এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ন আহমদ পেয়েছেন ৩২ ভোট।

তবে সমঝোতার মাধ্যমে আমজাদ হোসেন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ পেয়েছেন ৩৫ ভোট।

অর্থ সম্পাদক (ট্রেজারা) পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আফতাব উদ্দিন ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল পেয়েছেন ৩০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সজল ছত্রী পেয়েছেন ৩৪ ভোট।

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে স্থানীয় দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার আবু সাঈদ মো. নোমান ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা ভিশনের সাবেক সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীম পেয়েছেন৩৪ ভোট ।

এছাড়া ৫৫ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউছার চৌধুরী।

দ্বিতীয় সদস্য হয়েছে এনটিভির ক্যামেরাপারসন আনিস রহমান ও তৃতীয় হয়েছেন স্থানীয় দৈনিক জালালাবাদের কামরুল হাসান।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা বারের সভাপতি একেএম শমিউল আলম। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য
ছিলেন-জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক ও বর্তমান সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ।

সিলেট প্রেসক্লাবের ২০১৬-১৭ সেশনের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৯৭ জন। এরমধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোট‍াধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।