ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচন ১৬ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচন ১৬ জানুয়ারি

সিলেট: সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন জেলা প্রেস ক্লাবের সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।



শনিবার (২৬ ডিসেম্বর) প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর ও পহেলা জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

সভায় ২ জানুয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ৩ জানুয়ারি বাছাই, ৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার, ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৬ জানুয়ারি দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

ওই দিন সকাল ১০টা থেকে সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ১৬ জানুয়ারি ফল প্রকাশ করা হবে।

জেলা প্রেস ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা ও সুশাসনের জন্য নাগরিক (সনাক), সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।