ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, ডিসেম্বর ২৭, ২০১৫
গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ ছবি : প্রতীকী

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বয়স আনুমানিক ৩৬ বছর।

রোববার (২৭ ডিসেম্বর) ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুর রহমান জানান, ভোর ৫টার দিকে বানিয়ারচালায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও
৫ জন আহত হন।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাক ও মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে যান।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।