ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ ২৬ জন আটকের মামলার চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ফেনীতে অস্ত্রসহ ২৬ জন আটকের মামলার চার্জশিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগ ও যুবলীগের  ২৬ কর্মী আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় চার্জশিট দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ফেনীর মূখ্য বিচার বিভাগীয় হাকিম ও সদর আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. মশিউর রহমান খানের আদালতে এ চার্জশিট দেন।



সন্ধ্যায় আদালত সূত্রের বরাত দিয়ে এপিপি অ্যাড. কাজী মহিউদ্দিন সোহাগ বুলবুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের কাছে ৩টি মাইক্রোবাসে তল্লাশিকালে ২০টি অস্ত্রসহ ওই ২৬ জনকে আটক করেন র‌্যাব-৭ এর ফেনী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা।

পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

ওই মামলার আসামিদের মধ্যে ১৩ জন বর্তমানে ফেনী কারাগারে ও ১৩ জন কাশিমপুর কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।