ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরা ইপিজেডে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
উত্তরা ইপিজেডে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে ভবন নির্মাণ কাজের সময় পা পিছলে পড়ে আনোয়ার হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত আনোয়ার নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার বটতলী গ্রামের আজিজুল হকের ছেলে।
 
নিহত শ্রমিকের চাচা রিংকু ইসলাম বাংলানিউজকে বলেন, মাজেন বিডি লিমিটেড নামে কোম্পানিটির চারতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন আনোয়ার। এ সময় পা পিছলে পড়ে যান তিনি।  
 
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইরফান রশিদ তাকে মৃত ঘোষণা করেন।  
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান পাশা বাংলানিউজকে বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫         
এমজেড    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।