ঢাকা: গাবতলী বাস টার্মিনালের বাইরের অবৈধ স্থাপনা আগামী ০১ জানুয়ারির মধ্যে সরিয়ে নিতে বলেছেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। এ সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযানে নামবেন বলেও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে গাবতলী বাস টার্মিনালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত আমিন বাজার- গাবতলী- কল্যাণপুর- শ্যামলী এলাকায় প্রধান সড়ক ‘যানজট ও পার্কিংমুক্ত ঘোষনা’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন আসলামুল হক।
কল্যাণপুরে যেসব বাড়িওয়ালারা পরিবহন কাউন্টারের জন্য ভাড়া দিয়েছেন তাদের ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, গাবতলী নগর বাস টার্মিনাল কমিটির আহ্বায়ক মফিজুল হক বেবু, বাংলদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল, ০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেন প্রমুখ।
বাংলদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এইচআর/এমজেএফ