রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর গণসংযোগে বোমা হামলার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিএনপি মনোনীত এক মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে আবুল কালাম আজাদ মেয়র প্রার্থী মকবুলের নির্বাচনী কাজে নিয়োজিত ছিলেন। আটক অন্য চারজনের নাম-পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।
এই বিষয়ে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত (ওসি) শরীফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক আবুল কালামসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনই সবার নাম জানানো যাবে না।
তবে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারি খাঁনের গণসংযোগে বোমা হামলার ঘটনা ঘটে।
পৌরসভার ৩নং ওয়ার্ডের আনসার ক্যাম্পের পাশে মধ্য পুঠিয়াপাড়া এলাকায় এ হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আব্দুল বারি খানসহ অন্তত ১০ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা,ডিসেম্বর ২৯, ২০১৫
এসএস/আরএইচএস/আরআই