ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নির্বাচনে শুধুই জেতার চিন্তায় হতাশ হতে হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
‘নির্বাচনে শুধুই জেতার চিন্তায় হতাশ হতে হয়’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

হোটেল রেডিসন ব্লু থেকে: নির্বাচনে সব সময় জেতার চিন্তা করলে হতাশ হতে হয় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

প্রথমবার নির্বাচনে হারলেও সে অভিজ্ঞতা তার জন্য বেশ মজার ছিলো বলেও জানান তিনি।



ওয়েস্টমিনিস্টার হওয়ার পথে পাওয়া অভিজ্ঞতাগুলো জানাতে একথা বলেছেন টিউলিপ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রেডিসন ব্লু  হোটেলে ‘লেট’স টক উইথ টিউলিপ সিদ্দিক: রোড টু ওয়েস্টমিনিস্টার’ শিরোনামে একটি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

সংলাপটির আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

টিউলিপ বলেন, সবসময় নির্বাচনে জিততে হবে-তা নয়। সব সময় জেতার চিন্তা থাকলে হতাশ হতে হয়। প্রথমবার আমি জিতিনি, কিন্তু ভালো লেগেছে অভিজ্ঞতা। মানুষের দরজায় যাওয়া, সবার সঙ্গে কথা বলা- আমার কাছে মজার ছিলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, খালা ও নানার আদর্শ খুবই গুরুত্বপূর্ণ।

টিউলিপ বলেন, মা-খালা-নানা সবাই বলেন, আমরা মানুষের সেবাকারী। নানাকে দেখিনি, শুধু বই পড়েছি। অন্যদের কথা সরাসরি মুখে শুনেছি। খালাকে দেখেছি, তার আদর্শ দেখেছি। খালা ও নানার আদর্শ ভীষণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ২৫ বছরের নিচে যারা দলে, তারা তরুণ লেবারার (কর্মী) হিসেবে পরিচিত। ইংল্যান্ডে বেশিরভাগ বয়স্করা ভোট করেন। তরুণরা অনেক বিষয়ে বঞ্চিত হওয়াতে আমরা ঠিক করেছি, নতুন পলিসিতে যাবো।

তরুণ কর্মীদের বিষয়ে মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি।

টিউলিপ বলেন, খালার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবচেয়ে বেশি শিখেছি-ধৈর্য, রাজনীতিতে এটি বেশি প্রয়োজন। একজন হয়তো রাস্তায় ময়লা ফেলা নিয়ে অভিযোগ করতে আসেন। অন্যজন হয়তো ছেলের মৃত্যুর খবর নিয়ে এসেছেন। তাদের সবার কথা ধৈর্য ধরে শুনতে হয়। তা না হলে তারা রেগে যান। কারণ তারা ভোট দিয়েছেন।

অন্য মানুষের কাছ থেকে শিখতে হয়। অন্যরা আমার চেয়ে বেশি জানতে পারেন।

অহংকার ভালো নয় বলেও মন্তব্য করেন টিউলিপ।

তিনি বলেন, মা-খালা বলেন, কাউকে ছোট করে দেখো না, বি হাম্বল (নম্র হও), অহংকারী হবে না। এটি আমি তাদের কাছে শিখেছি।

ব্রিটেনে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য আছে জানিয়ে তিনি বলেন, এটি ঠিক নয়। একজন
ভালো শিক্ষক জীবন বদলে দিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/টিআই

** ‘আমার মেয়ে হবে, মেয়েই চাই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।