ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দগ্ধ তরুণীকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
গাজীপুরে দগ্ধ তরুণীকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি ফাইল ফটো

ঢাকা: গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে নুসরাত জাহান শান্তা (১৯) নামে এক অগ্নিদগ্ধ তরুণীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে।



দগ্ধ শান্তা রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার এলাকার আব্বাস আলীর মেয়ে। তিনি নাখালপাড়ার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন।

দগ্ধ শান্তার বড় বোন রেবেকা সুলতানা বাংলানিউজকে জানান, বেশ কয়েক বছর আগে মোবাইলে শান্তার সঙ্গে গাজীপুর কাপাসিয়ার নলগাঁও গ্রামের তৌহিদুর রহমান নামে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৬ থেকে ৭ মাস আগে তৌহিদুর মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি শান্তার সঙ্গে খারপ ব্যবহার করতে থাকেন।

‘বুধবার আমরা খবর পাই-শান্তা গাজীপুরে ওই ছেলের বাড়িতে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। ’

তৌহিদুরের মামা শামীম শেখ বলেন, গুরুতর অবস্থায় শান্তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের কর্তব্যরত এক চিকিৎসক বাংলানিউজকে বলেন, শান্তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এজেডেস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।