ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত ওই কয়েদির নাম ইছাহক আলী সরদার (৬২)। তার বাড়ি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায়।
কারাগার সূত্রে জানা যায়, সকালে গোসল করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহ্ আলম প্রিন্স তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ জেল সুপার গোলাম হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, চেক জালিয়াতির তিনটি মামলায় ১২ মার্চ তাকে ছয় মাস, ২৩ মার্চ ছয় মাস ও ১৬ ডিসেম্বর এক বছরের সাজার আদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই