ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বলেশ্বর নদীতে ট্রলার বোঝাই সুন্দরী কাঠ জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ডিসেম্বর ৩১, ২০১৫
বলেশ্বর নদীতে ট্রলার বোঝাই সুন্দরী কাঠ জব্দ

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২০০ ঘনফুট সুন্দরী কাঠসহ ইঞ্জিন চালিত একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।  
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বলেশ্বর নদীর পক্ষিদিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।


 
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিদিয়া এলাকায় অভিযান চালিয়ে নামবিহীন ইঞ্জিন চালিত একটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে প্রায় ২০০ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করা হয়।
 
উদ্ধার হওয়া সুন্দরী কাঠ ও ট্রলার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. এস এ রউফ।   
 
এদিকে, বলেশ্বর নদীতে পৃথক অভিযানে ১২ মণ জাটকা করা হয়েছে। আটক জাটকা দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।