ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
‘নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই’ আছাদুজ্জামান মিয়া / ফাইল ফটো

ঢাকা: নববর্ষের উৎসবকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
তিনি বলেন, রাজধানী জুড়ে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য কাজ করছে।

যাতে নগরবাসী সু-শৃঙ্খলভাবে নববর্ষের এই উৎসব পালন করতে পারে।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-২ নম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
আছাদুজ্জামান মিয়া বলেন, নববর্ষের প্রথম প্রহরে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য এব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সারাদেশের বারগুলো। তবে গত ২-৩ মাসের অনেক দুর্ঘটনা ঘটেছে। তাই এই সুদৃঢ় ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
এদিকে থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে গুলশান-বারিধারা ও বনানীর সড়কগুলোতে পুলিশের চেকপোস্ট তৈরি করে তল্লাশিও করা হচ্ছে।
 
নতুন বছরে প্রত্যাশা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, আশা করছি রাজধানীর বসবাসকারীরা নিরাপদে থাকবে। সবার মধ্যে যেন সেন্স অব সিকউরিটি বৃদ্ধি পায়।
 
অপরাধমূলক কাজ যেমন চুরি, ছিনতাই, খুন, হামলা এসব আরও কমিয়ে আনতে সক্ষম হবো বলে আশা করছি।
 
তিনি বলেন, সবাই যেনো সু-শৃঙ্খলভাবে নববর্ষের উৎসব উদযাপন করতে সেই কামনা করছি। ঢাকা মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে রাজধানীবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এজেডএস/এসজেএ/এনএইচএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।