ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জ থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জানুয়ারি ৪, ২০১৬
কমলগঞ্জ থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ ফাইল ফটো

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শরিফপুর সীমান্ত এলাকা থেকে হিরা মিয়া (৬০) নামে এক  বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



হিরা মিয়া কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের মরাজানপাড় গ্রামের বাসিন্দা।

৪৬ বিজিবির নায়েব সুবেদার মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রোববার রাতে শরিফপুর ইউনিয়নের চানপুর এলাকার ১৮৬১ সীমান্ত পিলারের আশপাশে ঘোরাফেরা করছিলেন হিরা মিয়া। এ সময় বিএসএফর সন্দেহ হলে তাকে ধরে নিয়ে যায়।

তিনি আরো জানান,এ সময় তার কাছ থেকে তার কাটার একটি সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।