ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নীলফামারী: বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বীর প্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম।

বুধবার (৬ জানুয়ারি) তিস্তা ব্যারেজের দ্বিতীয় পর্যায়ের জমি অধিগ্রহণ বিষয়ে নীলফামারীর ডালিয়া অবসর রেস্ট হাউজের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় ‍তিনি এ কথা বলেন।



তিনি বলেন, তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা শুরুর প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারতের অভিন্ন ৫৪টি নদ-নদীর পানিবণ্টন ও ব্যবস্থাপনার মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের মাধ্যমে চলতি খরিপ-১ রবি মৌসুমের সেচ কার্যক্রমের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী। ডিমলা উপজেলার নাউতারায় অবস্থিত এস-টু-টি সেচ ক্যানেলের কপাট উন্মুক্তের মাধ্যমে এর উদ্ধোধন করেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত সচিব আ ন ম আব্দুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস,  পাউবোর প্রধান পরিকল্পনাকারী মাহফুজার রহমান, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, উত্তরাঞ্চলের পাউবোর প্রধান প্রকৌশলী আতিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জ্যোতি প্রশাদ ঘোষ, তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।