ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ট্রেন চলাচল স্বাভাবিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা হরতালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীতে ভোর থেকে সব ট্রেন যথা সময়ে আসছে ও ছেড়ে যাচ্ছে।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান বাংলানিউজতে এ তথ্য জানান।

তিনি জানান, ভোর থেকে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও তিস্তা ঠিক সময়েই এসেছে। লোকাল ট্রেনগুলো আসা ও যাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি।

ট্রেন চলাচলে সকাল ৯টা পর্যন্ত হরতালের কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি।

টিকিট কালেক্টর আশিক বাংলানিউজকে জানান, যাত্রীর চাপ আগের মতোই আছে। অন্য হরতালের চেয়ে এই হরতালে বরং বেশি যাত্রী দেখা যাচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।