ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

নতুন বই নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জানুয়ারি ১, ২০১৬
নতুন বই নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুরদা উপজেলায় নতুন বই নেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে নসিমনের চাপায় সোহানা হিয়া (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সোহানা ২৭ নম্বর ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার ছাতিয়ানি গ্রামের শাহিন সরদারের মেয়ে।  

ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, সকালে নতুন বই নেওয়ার জন্য সোহানা স্কুলে আসছিল। পথে স্কুল সংলগ্ন সড়ক পার হতে গেলে একটি নসিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

স্কুলের শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সোহানার মৃত্যু হয়।

জনতা নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।