ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মাদকবিরোধী প্রচারাভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সাতক্ষীরায় মাদকবিরোধী প্রচারাভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা মাসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।



অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, খুলনা বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জিএম নাসিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে মাদকবিরোধী প্রচারাভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।