ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ১৩ শ’ পিস ভারতীয় ইমিটেশন চেইন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বেনাপোলে ১৩ শ’ পিস ভারতীয় ইমিটেশন চেইন জব্দ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে ১৩ শ’ ৪৪ পিস ভারতীয় সিটি গোল্ডের চেইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার মূল্য বাংলাদেশি অর্থে ৬ লাখ ৭২ হাজার টাকা।



শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৫টায় ভারত সীমান্তবর্তী দৌলতপুরের একটি মাঠ থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, একদল চোরাকারবারি ভারত থেকে ইমিটেশনের চেইন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা চেইনগুলো ফেলে ‍পালিয়ে যায়।

এ প্রসঙ্গে ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, জব্দ করা চেইনগুলো বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।