ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, জানুয়ারি ২, ২০১৬
কেরাণীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ঢাকা: কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় ফেরদৌস (১৫) নামে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সাতগাঁও এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে কেরাণীগঞ্জ থানা পুলিশ।



নিহত ফেরদৌস কেরাণীগঞ্জের বাকাচরাইল কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা নায়েব আলীর ছেলে।

নিহতের দুলাভাই দ্বিন ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৫ ডিসেম্বর রাতে বাসা থেকে বেরিয়ে যায় ফেরদৌস। তারপর থেকে আর তার কোনো খোঁজ মিলছিল না। পরে শুক্রবার দিনগত রাত ২টার দিকে সাতগাঁওয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার-পাঁচজন যুবক ফেরদৌসকে এলোপাতাড়ি কুপিয়ে ওই পুকুরে ফেলে দেয় বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় সাগর (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য শনিবার (০২ জানুয়ারি) সকালে ফেরদৌসের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।