ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জানুয়ারি ২, ২০১৬
সিলেটে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভালকি গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

শনিবার (০২ ডিসেম্বর) ভোররাতে তেঁতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন উদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।



সুজন বাংলানিউজকে বলেন, ১৫ থেকে ২০ জনের ডাকাতদল কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি দামি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।