ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবরোধ তুলে নিল সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
অবরোধ তুলে নিল সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীরা

ঢাকা: প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নিয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।

অপহৃত শিক্ষানবিশ চিকিৎসকের উদ্ধারের দাবিতে প্রায় পৌনে আধা ঘণ্টা হাসপাতালের সামনের সড়ক অবরোধের পর শনিবার (১ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে সরে আসেন শিক্ষার্থীরা।


 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অপহৃত শিক্ষানবিশ চিকিৎসককে উদ্ধারে প্রশাসন তৎপর হয়েছে এবং শিগগির তাকে উদ্ধার করা হবে বলে আশ্বাস দেওয়ার পর তারা সড়ক থেকে সরে আসেন।

এতে কিছুক্ষণের জন্য যানজট বেধে যাওয়া ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরেবাংলা নগর থানার ওসি (অপারেশন) এ কে আজাদ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়েছে।
 
এর আগে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে কে বা কারা শিক্ষানবিশ চিকিৎসক শামীম খান তপুকে তুলে নিয়ে যায় বলে জানান ওসি।
 
** সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনএ/টিইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।