ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে এতিম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রাজবাড়ীতে এতিম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘আপনার দেওয়া একটি শীতবস্ত্র বাঁচাতে পারে একটি জীবন’  স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে এতিম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অধিকার মানব কল্যাণ’ এ কর্মসূচির আয়োজন করে।



সকাল ১০টায় জেলা শহরের ধুনচী পূর্বপাড়া গ্রামের ১নং ওয়ার্ডের ফাতেমা বিনতে মোস্তফা মহিলা হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও  এতিমখানার ৩৯ জন শিশু এবং এলাকার শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফাতেমা বিনতে মোস্তফা মহিলা হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা চৌধুরী, সহকারী পরিচালক আব্দুল্লাহ চৌধুরী, অধিকার মানব কল্যাণের সদস্য রমেন সরকার, রবিউল আওয়াল পাপ্পু, রকি দাস, রনি দাস, কাজল কর্মকার, হেমন্ত দাস ও সঞ্জয় সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।