ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রামগতিতে অপহৃত শিশু উদ্ধার, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রামগতিতে অপহৃত শিশু উদ্ধার, নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অপহৃত শিশু জান্নাতুল ইসলাম জেনিয়াকে (৭) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।



শনিবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রামগতির শিক্ষা গ্রাম থেকে শিশু জেনিয়াকে অপহরণ করা হয়।

জান্নাতুল ইসলাম জেনিয়া আলেকজান্ডার কচিকণ্ঠ কিন্ডার গার্টেনের ১ম শ্রেণির ছাত্রী ও শিক্ষা গ্রামের মো. আবদুল অদুদের মেয়ে।

আটক ফাতেমা বেগম উপজেলার চরগাজী ইউনিয়নের গাবতলি এলাকার বাসিন্দা ও সাহাব উদ্দিনের মেয়ে।

জেনিয়ার বাবা মো. আবদুল অদুদ বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে তার মেয়েকে বাড়ির পাশ থেকে অপহরণ করা হয়। পরে আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজ-খবর নিয়ে সন্ধান না পেয়ে মাইকিং ও থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়।

স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন বাংলানিউজকে জানান, এলাকাবাসী শিশুটিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ফাতেমা বেগম নামে ওই নারীকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। পরে আটক নারীকে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।