ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছাত্রীকে হাত বেঁধে নির্যাতন করেছে আরেক ছাত্রী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ছাত্রীকে হাত বেঁধে নির্যাতন করেছে আরেক ছাত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে অপর এক ছাত্রীর বিরুদ্ধে।

শনিবার (০২ জানুয়ারি) নির্যাতনের শিকার ঐ ছাত্রী বিচার চেয়ে অধ্যক্ষ বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন।



শিক্ষার্থীরা জানান, শুক্রবার ছুটির দিনে নতুন বই নিতে স্কুলে আসে ওই ছাত্রী এ ঘটনার শিকার হন।

তার আরও জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে আরেক মেয়ে সহপাঠী স্কুল ও কলেজের পাশে দোকানের পিছনে নিয়ে যায়। সেখানে নিয়ে মাথায় আঘাত করে। এতে মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তার হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে সহপাঠী আরেক ছাত্রী। সকালে তাকে স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ভুঁঞা বলেন, ঐ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।