ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদী খনন-পলি অপসারণ মান যাচাই

প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তদন্তে গড়িমসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তদন্তে গড়িমসি

ঢাকা: বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ তুলেছে নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলন জোট।

জোটের পক্ষে এ অভিযোগ তুলে শনিবার (০২ জানুয়ারি) একটি বিবৃতি দেওয়া হয়েছে।

  

বিবৃতিতে নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলন জোট জানায়, নদী খননসহ ও নিয়মিত পলি অপসারণে ৩০০ কোটি টাকায় বিদেশ থেকে কেনা ১১টি খনন যন্ত্রের কারিগরি মান যাচাইইসহ অন্যান্য অভিযোগ তদন্তে গড়িমসি করছে তদন্ত কমিটি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দের্শে তিন মাস আগে তদন্ত কমিটি গঠন করা হলেও নির্ধারিত সময়ের আড়াইমাস পরও তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেনি।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে নৌ পরিবহন মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন মাস আগে।
 
ওই সময় তদন্ত কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু প্রায় তিন মাস পার হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন জোটের আহ্বায়ক তুষার রেহমান, সদস্য সচিব রফিকুল ইসলাম সবুজ, নদী রক্ষা শপথের (নরশ) আহ্বায়ক জসি সিকদার ও নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করেন।

বাংলাদেশ সময় : ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।