ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ বেতারের মুখ্যপাণ্ডুলিপি লেখক চন্দন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বাংলাদেশ বেতারের মুখ্যপাণ্ডুলিপি লেখক চন্দন আর নেই প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশ বেতারের মুখ্যপাণ্ডুলিপি লেখক ও একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী জাকির হোসেন চন্দন আর নেই (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।



রোববার (০৩ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ বেতারের পাণ্ডলিপি লেখক ও মরহুমের সহকর্মী মিয়া সালাউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ভোর পৌনে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর আগারগাঁও জাতীয় বেতার ভবন চত্বরে ও দ্বিতীয় জানাজা নিউ কলোনিতে অনুষ্ঠিত হবে।   

পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান মিয়া সালাউদ্দিন।

সদ্য প্রয়াত জাকির হোসেন চন্দন মৃত্যুকালে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।