ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রাজধানীতে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় সাহারা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত সাহারা খাতুনের স্বামী ইউনুস শেখ বাংলানিউজকে জানান, সকালে দু’জনের মিলে তার ভাইয়ের বাসায় যাওয়ার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের পাশে একটি নাইট কোচ তার স্ত্রীকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় সাহারাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাহারার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি তার স্বামীর সঙ্গে রায়েরবাগ কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।