ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

পোরশায় ভটভটি উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, জানুয়ারি ৩, ২০১৬
পোরশায় ভটভটি উল্টে নিহত ১

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার হাতিখোঁচা বিল এলাকায় শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে হাসান (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত হাসান পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভোলাহাট কাশিয়াবনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, সকালে হাসান ও তার পরিবারের লোকজন ভটভটিতে করে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে হাতিখোঁচা বিল এলাকায় এলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ