ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় মোনাজাতউদ্দিন স্মরণে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বরগুনায় মোনাজাতউদ্দিন স্মরণে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকালে স্থানীয় কমিউনিটি রেডিও স্টেশন লোকবেতার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’র (সিজেএফবি) সহযোগিতায় বরগুনা অনলাইন জার্নালিস্ট ফোরাম সভাটির আয়োজন করে।

বরগুনা অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় বক্তারা মোনাজাতউদ্দিনের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত সবাই মোনাজাতউদ্দিনকে নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু রচিত ‘পথিকৃতের পথ ধরে চলি অবিরাম’ প্রবন্ধটি পাঠ করেন।

বক্তারা সরকারিভাবে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতিপদক চালুরও দাবি জানান।

গত ২৯ ডিসেম্বর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তার স্মরণে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।