লক্ষ্মীপুর: জাতীয় স্কেলে বেতনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে লক্ষ্মীপুরের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সমিতির সদস্যরা স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাওলানা আবদুর রহিম ও সাধারণ সম্পাদক মাওলানা ছাইফ উল্যাহসহ অন্যরা।
বক্তারা বলেন, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা খুবই সামান্য। সবার বেতন-ভাত বাড়লেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনো উপেক্ষিত। এই শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
দেশের মোট ৭ হাজার ইবতেদায়ি মাদ্রাসায় ৩৫ হাজার শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের মতো জাতীয় স্কেলে বেতনের দাবিও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিআই