ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পবার বড়গাছিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
পবার বড়গাছিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বড়গাছি সাঁকোপাড়া গ্রাম থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।



শনিবার (০২ জানুয়ারি) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। রোববার (০৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানানো হয়।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিনিয়র এএসপি (সদর সার্কেল) আবদুর রশিদ, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক, এসআই মিজান উদ্দিন ও সেকেন্দার আলীসহ পবা পুলিশের একটি দল শনিবার রাতে সাঁকোপাড়া গ্রামে যায়।

এ সময় ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আইনালের বাড়িতে অভিযান চালানো হয়। সকাল পর্যন্ত দুই দফা অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আইনাল আগেই পালিয়ে যায়।

তবে তাকে (আইনাল) আসামি করে এ ব্যাপারে পবা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।