ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইটভাটার মাটি ধসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ইটভাটার মাটি ধসে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি ইটভাটায় মাটি ধসে নিজ কোদালের আঘাতে মোমিনুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাংগা-পাইকা এলাকায় এন এ বিক্সে এ দুর্ঘটনা ঘটে।



মৃত মোমিনুল ইসলাম উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

ওই ইটভাটার মালিক স্থানীয় মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সুজা বাংলানিউজকে জানান, মোমিনুল ইসলাম তার ইটভাটায় মাটি কাটার কাজ করতেন।  

বিকেলে মাটি কাটার সময় মাটির স্তূপ হঠাৎ ধসে পড়ে। এতে নিজের ব্যবহৃত কোদালের আঘাতে গুরুতর আহত হয় মমিনুল। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।