ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জের দেওভোগে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নারায়ণগঞ্জের দেওভোগে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: দেওভোগে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

রোববার (০৩ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ৭৩৫টি শাল বিতরণ করা হয়।



এ সময় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন মনা এবং সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক একেএম রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদেজা খানম নাসরিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।