ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাহারোলে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
কাহারোলে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় স্ত্রী হত্যার দায়ে তপন চন্দ্র রায় (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৩ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঘাসিয়াড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।



গ্রেফতারকৃত তপন একই গ্রামের আনন্দ মোহন রায়ের ছেলে।

নিহত গিতা রানী রায়ের বাবা গোপাল চন্দ্র রায় দিনাজপুর কাহারোল থানায় তপনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, গিতাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তপন।

দিনাজপুর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বাংলানিউজকে জানান, রোববার রাতে তপনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারী) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।