ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পিরোজপুরে গাঁজাসহ আটক ৩

পিরোজপুরে: পিরোজপুর সদর উপজেলায় এক কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।



আটককৃতরা হলেন, পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের শিপন শেখ (২৮), তাঁর বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও প্রতিবেশী ফিরোজ শেখ (২৪)।

পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) হাসনাইন পারভেজ বাংলানিউজকে জানান, রোববার রাতে ডিবি পুলিশের একটি দল ছদ্মবেশে ওই গ্রামে গিয়ে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করে।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।