ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাটগ্রামে ভূমিকম্প আতঙ্কে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাটগ্রামে ভূমিকম্প আতঙ্কে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাট: ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নুর ইসলাম কন্দু (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি।



মৃত নুর ইসলাম কন্দু পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুর বাজার এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহ জামাল বাংলানিউজকে জানান, দেশের অন্য জেলার মতো ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায়ও এ ভূমিকম্প অনুভুত হয়।

নুর ইসলাম কন্দু আতঙ্কে দ্রুত ঘর থেকে বের হতে গেলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এছাড়া সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।