ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ১০ ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে ডাকাতি করে পালানোর সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তফা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ ডাকাত।



সোমবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার এনায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের ডাকাত সদস্যদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
টাঙ্গাইল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, সদর উপজেলার এনায়েতপুরে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে ১১ জনের একদল ডাকাত ওই এলাকার অর্জুন মিয়ার বাড়িতে হানা দেয়। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মোস্তফা নামে এক ডাকাত সদস্য মারা যান। এসময় আহত হন আরো ১০ ডাকাত।

পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ আহত ১০ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।