ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ছাড়পোকার ওষুধে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজধানীতে ছাড়পোকার ওষুধে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় ছাড়পোকার ওষুধে ইকরা (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির মা নাজমা বেগম অসুস্থ হয়ে পড়েছেন।



সোমবার (০৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির পরিবার পুরান ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকার ১০ নম্বর গলির ১ নম্বর বাড়িতে থাকেন। নাজমা বেগম স্থানীয় একটি স্বাস্থ্য ক্লিনিকে কাজ করেন।

অসুস্থ নাজমা বেগমের সহযোগী রুবিনা আক্তার জানান, ছাড়পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে রোববার রাতে বিছানায় ওষুধ ছিটিয়ে ঘুমিয়ে থাকেন মা ও শিশু ইকরা। সকালে তারা দু’জনই অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মা নাজমা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।