ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ ব্যাংকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বাংলাদেশ ব্যাংকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান

ঢাকা: শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে শীতবস্ত্র হিসেবে ২ হাজার ৫শ’ পিস কম্বল প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব কম্বল অসহায় শীতার্তদের বিতরণ করবে।



সোমবার (৪ জানুয়ারি) শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিপি অ্যান্ড হেড অব পিআরডি মো. সামছুদ্দোহার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ জানুয়ারি) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর কাছে কম্বলের নমুনা হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের জিএম এ এফ এম আসাদুজ্জামান, সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট বিভাগের জিএম মনজ কুমার বিশ্বাস এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পিআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।