ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মাঠ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ময়মনসিংহে মাঠ দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বাড়াতে ময়মনসিংহে বারি সরিষা-১৪’র মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে ত্রিশালের নওধার এলাকায় কৃষি গবেষণা বিভাগের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল।

গাজীপুরের সরেজমিন গবেষণা বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার (মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) ড. আ সা ম মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, জামালপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের চিফ সায়েন্টিফিক অফিসার নারায়ণ চন্দ্র বসাক, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলতাবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সহিদুজ্জামান।   

মাঠ দিবসে অংশ নিয়ে বক্তারা বলেন, ক্রমহ্রাসমান চাষযোগ্য জমিতে উচ্চফলনশীল জাত নির্বাচনের মাধ্যমে একটি জমি থেকে বছরে চারটি ফসল আবাদ করে অধিক লাভবান হওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।