ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ছাত্রাবাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজশাহীতে ছাত্রাবাসে আগুন ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর মালোপাড়া এলাকায় মর্ডান ছাত্রবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছাত্রাবাসের দুটি ঘরের প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।



সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, ওই ছাত্রাবাসের ৪০৮ নম্বর কক্ষে হেলাল, সুজন ও মিলন নামে তিন ছাত্র থাকতেন।

সোমবার বিকেল থেকেই ওই কক্ষটি তালাবদ্ধ ছিলো। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কক্ষ থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকলে অন্য কক্ষের শিক্ষার্থীরা দমকল বাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে একটি ল্যাপটপ, বই ও আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।