ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

যশোরের শার্শায় ভুয়া সেনা সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
যশোরের শার্শায় ভুয়া সেনা সদস্য আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা থেকে শামীম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য-এমন মিথ্যা পরিচয় দেওয়া সোমবার (০৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শার্শার শালতা বাজার থেকে তাকে আটক করা হয়।



শামীম শালতা গ্রামের স্থানীয় সবেদ আলীর ছেলে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, রাজধানী ঢাকায় এক সেনা কর্মকর্তার বাসায় কাজ করতো শামীম। সম্প্রতি কাজ ছেড়ে চলে আসার সময় ওই কর্মকর্তার পোশাক চুরি করে নিয়ে আসে সে।

সোমবার রাতে সেনাবাহিনীর পোশাক পড়ে শামীম শালতা বাজারে এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় শামীমের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে, জানান মুরাদ।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।