গাইবান্ধা: গাইবান্ধায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে অর্ধ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার বেশির ভাগই শিশু।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যা ডায়রিয়া বিভাগের শয্যা সংখ্যার দ্বিগুণ।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এস আই এম শাহিন বাংলানিউজকে বলেন, সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগের শয্যা সংখ্যা ২০টি। বর্তমানে ৪০ জন রোগী ভর্তি আছেন। আক্রান্তদের মধ্যে ৯৯ ভাগই শিশু। তবে পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।
শীত ঋতুতে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী।
তিনি জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোগীরা বাড়িও ফিরে যাচ্ছেন। হাসপাতালে স্যালাইন বা ওষুধের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, শিশুদের ঠাণ্ডা না লাগানো এবং বাসি খাবার পরিবেশন বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএ