ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে ৯০০ পাসপোর্টসহ আন্তর্জাতিক মানবপাচার চক্রের চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-২।
বুধবার (০৬ জানুয়রি) বিকেলে এ তথ্য জানান র্যাব-২’র অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মো. মিজানুর রহমান মুন্সি।
আটকরা হলেন, মো. মুরাদ (৫২), মো. রাশেদ হোসেন ওরফে জুয়েল (৩৮), মো. রফিকুল ইসলাম (৫০) এবং মো. সালাম (৩৮)। এ সময় তাদের হেফাজত থেকে ৯০০টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা আবেদন ফরম, ৫টি সিল ও নগদ ১৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
মিজানুর রহমান মুন্সি জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- গ্রামের সহজ-সরল মানুষদের নানা প্রলোভন দেখিয়ে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বিভিন্ন অংকের টাকা নেওয়া হতো। আন্তর্জাতিক মানবপাচারকারী এই চক্রের মূল প্রধান ডা. এইচ কাজী বলেও জানিয়েছেন- আটকরা।
তিনি বলেন, যদিও সরকারিভাবে লিবিয়ার রিক্রুটিং বন্ধ রয়েছে তবুও এই চক্রটি সহজ সরল-মানুষকে লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।
ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের জনস্বার্থ বিঘ্নিতকারীদের বিরূদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মোহম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি, ০৬, ২০১৬
এসজেএ/আইএ