সাভার (ঢাকা): সাভারে স্থানীয় পৌর কাউন্সিলরের উদ্যোগে বন্ধ হলো বাল্য বিয়ে।
বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার হাসান বশির আহম্মেদের বাড়িতে বিয়ের আয়োজন তিনি নিজ উদ্যোগে বন্ধ করান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটপাড়া এলাকার ব্যবসায়ী বশির আহম্মেদের ভাড়া বাড়িতে বগুড়া জেলার সোনাতোলা থানার মহেশপাড়া গ্রামের ফরিদুলের শিশু মেয়ে সুমির (১১) সঙ্গে নাটোরের গুরুদাসপুর থানার আউকপাড়া গ্রামের আবুল কালাম আজাদের শিশু ছেলে সেলিম রেজার (১২) বাল্য বিয়ে ঠিক করে উভয় পরিবার।
সন্ধ্যায় তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যাকে জানালে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন। পরে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে বাল্য বিবাহ বন্ধ করায় কাউন্সিলরকে ধন্যবাদ দিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ওএইচ/আইএ