ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছুরিকাঘাতে পুলিশের সিভিল টিমের গাড়িচালকসহ আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ছুরিকাঘাতে পুলিশের সিভিল টিমের গাড়িচালকসহ আহত ২

ঢাকা: রাজধানীর পল্লবীতে পুলিশের সিভিল টিমের গাড়িচালকসহ ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে পল্লবী থানাধীন ব্লক ই বিহারী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- সিভিল টিমের গাড়ি চালক হেলাল উদ্দিন (৩৫) ও তার সঙ্গী জসিম উদ্দিন (৪০)।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে পল্লবী থানাধীন ব্লক ই বিহারী ক্যাম্পের সামনে স্থানীয় মকবুল, জাভেদসহ ১০/১২ জন তাদের ওপর হামলা চালায়। তারা হেলাল উদ্দিনের পেটে ও হাতে এবং জসিম উদ্দিনের মাথায় ও দু’হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, হেলাল উদ্দিন রিকুইজিশন নেওয়া গাড়ির চালক। আসামি ধরার ক্ষেত্রে সহযোগিতাকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।