সিলেট: সিলেটে সওজ প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) রাতে মহানগরীর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন প্রকৌশলী আবুল বরকত খুরশিদ আলম।
মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
এর আগে, বিকেলে নগরীর চৌহাট্টা সওজ কার্যালয়ে ঢুকে ঠিকাদার আকবর আলী ও মোজাম্মেল হোসেন পিন্টুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে সওজের উপ বিভাগীয় প্রকৌশলী খোরশেদ আলম আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন সওজের অফিস সহকারী এরশাদ ও ফরিদ আহমদ।
দরপত্রের মাধ্যমে সিলেটের জাফলং সড়কের সংস্কার কাজ নিম্নমানের ইট দিয়ে করায় কৈফিয়ত চান প্রকৌশলী খোরশেদ আলম। এসময় উত্তেজিত হয়ে ওঠেন দুই ঠিকাদার। নগরীর পাঠানটুলার বাসিন্দা ঠিকাদার মোজাম্মেল হক নান্টু মোবাইল ফোনে তার লোকজনকে খবর দেন।
এ সময় ১২/১৩টি মোটরসাইকেলে অজ্ঞাত যুবকরা এসে অফিসে ঢুকে প্রকৌশলী ও দুই অফিস সহকারীকে মারধর করে।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘন্টা, জানুয়ারী ০৭, ২০১৬
এনইউ/এমজেড