ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

মরক্কোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত লায়লা হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মরক্কোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত লায়লা হোসেন

ঢাকা: কূটনীতিক সুলতানা লায়লা হোসেনকে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বরত এ কূটনীতিক সদ্য বদলি হওয়া রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।



সুলতানা লায়লা পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা।

ক্যারিয়ারে তিনি নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
জেপি/এএ

** ইথিওপিয়ায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মনিরুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।