ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘ইসলাম কায়েমে মুসল্লিরা মনে-প্রাণে কাজ করছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
‘ইসলাম কায়েমে মুসল্লিরা মনে-প্রাণে কাজ করছেন’ ধর্মমন্ত্রী মতিউর রহমান

গাজীপুর: মানবতার ধর্ম ইসলাম কায়েম করতে হাজার হাজার মুসল্লি যার যার সাধ্যমতো মনে-প্রাণে কাজ করে যাচ্ছেন।
 
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন মন্নুনগর এলাকায় অস্থায়ীভাবে নির্মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান এসব কথা বলেন।



মন্ত্রী বলেন, এক সময় আমি নিজেও তাবলিগ-জামায়াতে গিয়েছি। জেএমবি’র বোমা হামলায় আহত হওয়ার কারণে এখন আর যেতে পারি না।

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান প্রমুখ।

ইজতেমা উপলক্ষে মন্নুনগরে অর্ধশতাধিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।